Home খেলার খবর জাদেজার ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার ব্যাটিংলাইন বিধ্বস্ত

জাদেজার ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার ব্যাটিংলাইন বিধ্বস্ত

বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটিং শুরু হয়েছিলো গতকাল আর গতদিন ভালই খেলেছিলো অস্ট্রেলিয়া। আর আজ তৃতীয় দিনে এসে তাদের হাতে ৬ উইকেট ছিলো কিন্তু হঠাৎ তছনছ হয়ে গেল অস্ট্রেলিয়ার ব্যাটিংলাইন। ভারতের হয়ে জাদেজা একাই নিয়েছেন ৬টি উইকেট আর তাতেই অস্ট্রেলিয়া বিধ্বস্ত হয়ে পড়ে

অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে এসে মাত্র ২৭৬ রানে অল আউট হয়ে গেছে। এর ফলে ভারতের চেয়ে তারা ৮৭ রানে এগিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করলো।
বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়া আজ শুরু করেছিল ৬ উইকেটে ২৩৭ রান নিয়ে। আশা করেছিল, বেশ বড় ধরনের লিড নেবে। কিন্তু তা হয়নি। জাদেজার ঘূর্ণিতে অস্ট্রেলিয়া বিধ্বস্ত হয়ে যায়।তিনি নিয়েছেন ৬ উইকেট।
এছাড়া, প্রথম ইনিংসে ভারত ১৮৯ রানে অল আউট হয়ে গিয়েছিল আর ৪ টেস্ট সিরিজের প্রথমটিতে জয়ের সুবাদে অস্ট্রেলিয়া এখন ১-০-এ এগিয়ে রয়েছে।
এখন ব্যাটিং এ আছে ভারত, মুকুন্দ ১৫ রান এবং রাহুল ১৮ রান নিয়ে বিনা উইকেট এ ভারতের সংগ্রহ ৩৫ রান ৯ওভার।